
যতই মামলা-হামলা হোক- ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে আসবে না। এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট নেতা নজরুল ইসলাম খান। বিকালে গাজীপুরের টঙ্গীতে ঐক্যফ্রন্টের পথসভায় তিনি একথা বলেন।
এসময় ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে এসবের সমুচিত জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। পথসভায় ফ্রন্টের আরেক নেতা ও নাগরিক ঐক্যফ্রন্টের আহ্বায়ক মাহমুদুর রাহমান মান্না বলেন, সরকার ঐক্যফ্রন্টের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। যেকোন মূল্যে এ লড়াইয়ে জিততে হবে। বিরোধী দলগুলোর প্রতি মানুষের ভালোবাসা দেখে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন মন্তব্য করে ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব বলেন, হেরে যাওয়ার ভয়ে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচন থেকে সরে আসার উপায় খুঁজছেন।



Leave a reply