ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিশুকে ধর্ষণের ঘটনায় অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সালিশি বৈঠকে প্রভাবশালীরা অভিযুক্ত দেলোয়ার মোল্লাকে দুই লাখ টাকা জরিমানা করে বলে জানায় স্থানীয়রা।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে এর প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা।
ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল সোমবার দুপুরে শিন্নি দিতে পাশের বাড়িতে যায় শিশুটি। এ সময় প্রতিবেশি দেলোয়ার মোল্লা জোর করে তাকে ধর্ষণ ও পরে মেরে ফেলার হুমকি দেয়। এরপর বাড়ি ফিরে শিশুটি বাবা-মাকে বিষয়টি জানায়। পরে গতকাল সালিশে অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা করেন প্রভাবশালীরা। এ সময় তার বাবাকে সাদা স্ট্যাম্পে সাক্ষর করতে বলে তারা। রাজি না হওয়ায় ভুক্তভোগীর বাবাকে মারধরও করা হয়। এ সময় শিশুটির চিকিৎসা করাতে নিষেধও করেন তারা।
স্থানীয়রা জানান, গ্রামের কিছু মাদবর এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছি। ঘটনার সাথে জড়িত দেলোয়ার মোল্লাকে ২ লাখ টাকা জরিমানা করে তারা। শিশুটির বাবা টাকা না নেয়ায় তাকে মারধরও করে দেলোয়ারের লোকজন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ভুক্তভোগী শিশু ও তার মা-বাবার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আরএইচ
Leave a reply