খরতাপের পর রাতে গাইবান্ধায় স্বস্তির বৃষ্টি

|

গাইবান্ধা প্রতিনিধি:

খরতাপের পর গাইবান্ধায় দেখা মিলেছে বৃষ্টির। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফেরে জনজীবনে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে একদফা বৃষ্টি নামলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর ও সাদুল্লাপুর উপজেলা শহরে বৃষ্টি শুরু হয়। একইভাবে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

থেমে থেমে হওয়া বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও রাত পৌনে ৩টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। এসময় আকাশে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়।

বেশ কিছুদিন খরতাপের পর বৃষ্টিতে আবহাওয়া শীতল হওয়ায় জনজীবনে স্বস্তি নামে। তবে বিভিন্ন এলাকায় ইলেক্ট্রিসিটি না থাকায় ভোগান্তিতেও পড়তে হয় বাসিন্দাদের। 

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply