জুনে মিলতে পারে আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি

|

আলোচনা ফলপ্রসূ হলে আগামী জুনের শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিনিধি দল এ তথ্য জানায়।

প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশে পণ্য ও সেবার দাম কমলেও মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। এজন্য সংকোচনমুখী মুদ্রানীতি আরও কিছুদিন ধরে রাখতে হবে। এছাড়া, রাজস্ব আহরণের গতি বাড়ানোরও তাগিদ দিয়েছে দলটি।

দলটি আরও জানায়, সামাজিক খাতে ব্যয় ও অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে কৌশল নেয়া উচিত। এর সাথে সাথে ট্যাক্স ও জিডিপির অনুপাতও বাড়াতে হবে। আর কর অব্যাহতি সুবিধা কমাতে হবে।

সংস্কার প্রসঙ্গে দলটি জানায়, আইনি সংস্কার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি বলে মনে করে আইএমএফ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply