ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরতে চান ক্লপ

|

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ছেড়ে রেড বুল ফুটবল গ্রুপের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু এ চাকরিতে খুব একটা সন্তুষ্ট নন ক্লপ। তাইতো ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ থেকে ডাক পেলে কোচিং ক্যারিয়ারে ফিরতে পারেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল নেটওয়ার্কের বরাত দিয়ে গোলডটকম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৯ বছরের সম্পর্ক ছেড়ে গেল বছরের জানুয়ারিতে লিভারপুল ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরই মাঝে ফুটবলের নতুন ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে দায়িত্ব নেন জার্মান এই টেকটিশিয়ান।

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ইউওএল’ বলছে, মাঠের বাইরের এই দায়িত্ব সেভাবে উপভোগ করছেন না ক্লপ। আবারও ফিরতে চান কোচিং ক্যারিয়ারে। তবে সেটা কেবল ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব পেলে তবেই।

ব্রাজিলের মূল লক্ষ্য আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি আনচেলত্তির। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ে সেই সম্ভাবনার দুয়ার নতুন করে খুলেছে। 

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়ে হয়েছে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন রয়েছে, ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আনচেলত্তিকে পরবর্তী সিজনে রাখতে নারাজ। সম্ভাব্য ম্যানেজার হিসেবে ক্লপকে বিবেচনা করছেন তিনি।

তবে, ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদকোন ক্লাবে জার্মান মাস্টারমাইন্ড যাবেন; তা সময়ই বলে দিবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply