উয়েফা ইউরোপা লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে লিওঁর বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলস।
বল পজিশনে লিওঁ আধিপত্য করলেও আক্রমণে এগিয়ে থাকে দুই দলই। প্রথমার্ধের ১০ মিনিটে ম্যানুয়েল উগার্তের গোলে ডেডলক ভাঙার পর ইনজুরি টাইমে দিয়োগো দালোতের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিরতির পর ৬ মিনিটের ব্যবধানে (৭১ ও ৭৭ মিনিটে) দুই গোল আদায় করে দারুণভাবে ম্যাচে ফেরে লিওঁ। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে আরও দুই গোল করে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে লিওঁ। ১০৪ মিনিটে শের্কির বাঁ পায়ের শটে এগিয়ে নেয়ার ৪ মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান লাকাজেত। ১১৪ মিনিটে সফল পেনাল্টি থেকে গোল আদায় করে ম্যানইউর আশা জাগিয়ে তোলেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর কোবি মাইনো ও ইনজুরি টাইমে হ্যরাই ম্যাগুয়েরের দারুণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।
/এএম
Leave a reply