কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুরের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেশন কর্মী।

স্থানীয়রা জানান, ভৈরবের মৌটুপী গ্রামের দুই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধ নিয়ে কথা বলার সময় গত বুধবার ভবানীপুর গ্রামের বাদশা মিয়ার সঙ্গে মিজান মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে ঘটনাটি মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠক চলার একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিজান গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply