রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা না করলেও দ্রুত সমাধানে বিশ্বাসী যুক্তরাষ্ট্র। তবে কোনো একপক্ষ বিষয়টি কঠিন করে তুললে সমঝোতার চেষ্টা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই বিবৃতির পূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষণ স্পষ্ট না হলে অল্প সময়ের মধ্যে রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।
প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সতর্কবার্তা দিলেন রুবিও।
যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় এই প্রচেষ্টা অব্যাহত রাখবে না বলে সতর্ক করেছেন রুবিও। বলেছেন, আমরা সপ্তাহ বা মাসের পর মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাবো না। কেননা, যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়ার মতো আরও অনেক বিষয় আছে।
ইউক্রেন পুনর্গঠনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের একটি খনিজ চুক্তিতে স্বাক্ষরের প্রথম পদক্ষেপ ঘোষণার কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে রুবিও বলেন, আমাদের এখন দ্রুত এসব পদক্ষেপ নিতে হবে। আমি কয়েকদিনের মধ্যে বা স্বল্পমেয়াদে এ বিষয়টি সম্ভব কি না সেটার কথা বলছি। যদি এমনটি না হয় তাহলে আমরা সামনে অগ্রসর হবো। যদিও একটি শান্তিচুক্তিতে পৌঁছানো কঠিন বিষয়, তবে আমরা চাই যে এটা দ্রুত হোক।
/এআই/এমএন
Leave a reply