ইকুয়েডরে দুর্বৃত্তদের হামলায় নিহত ১২, আহত অনেকে

|

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির উপকূলীয় মানাবি অঞ্চলে ঘটনাটি ঘটে। খবর এপি’র।

জানা যায়, সেদিন ঐতিহ্যবাহী উৎসবটি চলাকালে হামলা চালায় মুখোশধারী কিছু মানুষ। বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি চালায় উপস্থিত সাধারণ মানুষের উপর। শুরু হয় সংঘর্ষ, চলে পাল্টাপাল্টি হামলা। সেসময় গুলিতে প্রাণ হারায় কমপক্ষে ১২ জন। সেইসাথে গুরুতর আহত হয় আরও অনেকে।

উদ্ধারকাজে নিরাপত্তা বাহিনী

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকাটির স্থানীয় কিছু সন্ত্রাসীগোষ্ঠীর মাঝে চলা সংঘর্ষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে হামলাকারীদের আটক করতে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply