পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন

|

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। আগামী শনিবার (২৬ এপ্রিল) ওমানে তৃতীয় দফার আলোচনা হবে।

বৈঠক প্রসঙ্গে একজন আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, শনিবার (১৯ এপ্রিল) রোমে হওয়া বৈঠকে ‘অত্যন্ত ভালো অগ্রগতি’ হয়েছে। তবে এখনও আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেছেন, আগামী কয়েক দিন ‘পরোক্ষভাবে’ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

ইসমাইল বাকেরি আরও বলেন, আরাঘচি ও ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইতালির রাজধানীর ওমান দূতাবাসে চার ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা করেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি দুটি পৃথক কক্ষে অবস্থানরত প্রতিনিধিদের মধ্যে বার্তা বিনিময়ের কাজ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাঘচি বলেছেন, বৈঠক থেকে অগ্রগতি পাওয়া গেছে। এবারের বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে। বিনিময়ে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply