‘মায়ের ডাকে’র মানববন্ধন: গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি

|

আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। গুমের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

রোববার (২০ এপ্রিল) হাইকোর্ট মাজার গেটে প্রায় শতাধিক স্বজনরা মিলে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। যারা গুম-খুনের মাস্টারমাইন্ড তারা ৫ আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে বলেও অভিযোগ করেন তারা। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে বলে দাবি জানানো হয় মানববন্ধনে।

এসময় অনতিবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। প্রশ্ন রাখেন এখনও গুমের শিকার পরিবারগুলো এভাবে বিচারের দাবিতে বিক্ষোভ করতে হবে কেন? এই ইস্যুতে অন্তবর্তী সরকারের কার্যক্রমে তারা খুশি না উল্লেখ করে নায্য বিচার দাবি করেন তারা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply