সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে সুবিধাজনক অবস্থানে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম সেশনে নায়ুচির জোড়া আঘাতের পর শান্ত-মুমিনুলের ৬৬ রানের জুটি পরিস্থিতি কিছুটা সামাল দিলেও, চা-বিরতির আগে টপ-মিডল অর্ডারে সুবিধা করতে পারেনি নাজমুল শান্তর দল। দ্বিতীয় সেশন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান।
২ উইকেটে ৮৪ রান— এমন স্কোরবোর্ড নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ব্লেসিং মুজারাবানির বলে ওয়েসলি মাদেভিরের দারুণ ক্যাচে পরিণত হন। ৪০ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।
৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক।
ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ। শেষদিকে মাসাকাদজার তৃতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তাইজুল ইসলাম।
সেশন শেষে জাকের আলী ও হাসান মাহমুদ অপরাজিত আছেন যথাক্রমে ১০ ও ৪ রানে।
/এমএইচআর
Leave a reply