আবারও ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হুতি।
গোষ্ঠীটি জানায়, রাজধানী সানা ও উপকূলীয় এলাকা হোদেইদায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হুতির দাবি, একটি বিমানবন্দর ও একটি বন্দর লক্ষ্য করে ২৯টি বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারান কমপক্ষে ৮০ জন।
গত একমাস ধরেই হুতির স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
/এএইচএম
Leave a reply