স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা:
বিজিবির প্রতিবাদের মুখে জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে নৌকাগুলো ফেরত দেয় বাহিনীটি।
এর আগে গত শুক্র ও শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্পের কর্মকর্তারা অংশ নেন।
সুবেদার আবু বক্কার জানান, বিএসএফ শুধু নৌকা নয় সাথে থাকা জাল, দড়ি, অন্যান্য মালামালসহ নগদ টাকাও ফেরত দিয়েছে।
এর আগে, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিএসএফ সদস্যরা স্পিডবোটে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ ধরার সময় জেলেদের তিনটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
/এএইচএম
Leave a reply