উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করছে।
কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট।
এর আগে, রোববার সকালে, রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশের কয়েকশ’ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।
পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়।
/এএস
Leave a reply