মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান

|

চেতনা বাস্তবায়নের নামে তিন বছরে দুইশ কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২১ এপ্রিল) এ অভিযান চালায় সংস্থাটি।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকাওয়াস্তে সভা-সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সবশেষ তিন বছরের তথ্য বলছে– বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে ৫০ কোটি টাকা করে প্রায় দুইশ কোটি টাকার চারটি প্রকল্প গ্রহণ করা হয়।

দুদকের অভিযোগ, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা। যা খতিয়ে দেখছে দুদকের অভিযানকারী দল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply