বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনটির ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের বর্তমান সভাপতি ড. এএমএস সাইফুল্লাহ বলেন, পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ’র রীতিনীতি অনুসরণ করে কমিশন।
লিখিত বক্তব্যে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের বর্তমান সভাপতি ড. এএমএস সাইফুল্লাহ বলেন, পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ’র রীতিনীতি অনুসরণ করে কমিশন।
তিনি বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সর্বজনীন বেতন কাঠামো আইবাস প্লাস প্লাসে যেতে বাধ্য করা হচ্ছে উপযোগিতা যাচাই ছাড়াই। ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা। করা হয়েছে পদ অবনমন।
এএমএস সাইফুল্লাহ অভিযোগ করেন, রূপপুর প্রকল্পের চুক্তি ও আইনে পরমাণু শক্তি কমিশন মালিকপক্ষ হলেও তাকে ছাড়াই বিদ্যুৎ বিক্রির অপচেষ্টা চালাচ্ছে আমলারা।
/এএম
Leave a reply