কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাবি-বুয়েটে বিক্ষোভ

|

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান সড়কে কিছুক্ষণের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাস প্রশাসন বর্তমান ছাত্রদের ব্যাপারে উদাসীন। এসময় ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানান তারা। নির্যাতিত ও নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কার করে মূল অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। একইসঙ্গে সামাজিকমাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করে ঐক্যের বার্তা দেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পলাশী, ঢাবির জগন্নাথ হল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা অতিক্রম করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর প্রতি আমাদের দৃঢ় সংহতি রয়েছে। আমরা চাই, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে চলমান অনশন কর্মসূচির অবসান ঘটানো হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রসঙ্গত, কুয়েটের ৩২ শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিকেলে স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনশন শুরু করে। এর আগে, এক দফা দাবি পূরণে ২০ এপ্রিলে করা প্রেস ব্রিফিংয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply