কাশ্মিরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার বলিউডের প্রথম সারির অভিনেতারা। রীতি মতো ক্ষোভে ফুঁসছেন এসব তারকারা। কেউ কেউ বলছেন, এই হামলা ক্ষমার অযোগ্য।
অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ শোকপ্রকাশ করেছেন, তেমনি তারা এদিন মৃতদের জন্য বিচারের দাবি তুলেছেন।
অক্ষয় কুমার এদিন এক্স হ্যান্ডেলে যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘পহেলগাঁওয়ে ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তা আতঙ্কের। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! ওদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
অভিনেতা সঞ্জয় দত্ত এদিন লেখেন, ঠাণ্ডা মাথায় ওরা আমাদের লোকগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত যে আমরা এবার চুপ থাকব না। আমাদের পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দিন।
হিনা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, পহেলগাঁও কেন?’ ভিকি কৌশল এদিন শোকপ্রকাশ করেছেন, পহেলগাঁওয়ে খুন হওয়া সহনাগরিকদের জন্য। তিনি এদিন লেখেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া মানুষগুলোর বাড়ির লোকেদের যন্ত্রণার কথা ভাবতেই পারছি না। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।
করণ জোহর একটি পোস্ট শেয়ার করে লেখেন, হৃদয়বিদারক। যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল এই ন্যক্কারজনক আক্রমণে তাদের জন্য আমার প্রার্থনা রইল। সিদ্ধার্থ মালহোত্রা এদিন এই ঘটনার তীব্র বিরোধিতা করে লেখেন, জম্মু কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার আমাদের দেশের সেনার উপর পূর্ণ আস্থা আছে, তারা ন্যায় বিচারের জন্য আশা করব যেটা করার সেটা করবেন।
জাহ্নবী কাপুর জানিয়েছেন, তিনি বাক্য হারিয়েছেন। এই ঘটনায় তিনি তীব্র শকের মধ্যে আছেন। সোনু সুদ থেকে অনুপম খের, রবিনা ট্যান্ডনসহ অনেকেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। অনুপম খের তার ছবি কাশ্মির ফাইলসের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি লেখেন, আজ পহেলগাঁওয়ে হিন্দুদের সঙ্গে যে নরসংহার হয়েছে, যে ২৭ জন মারা গিয়েছেন তাতে মনে কষ্ট, দুঃখ আছে। কিন্তু ক্রোধ আর রাগের সীমা নেই।
ফারহান আখতার, কমল হাসান, মোহনলাল সহ বলিউডের একাধিক তাবড় তাবড় তারকারা গোটা ঘটনার বিরোধিতা করেছেন।
/এটিএম
Leave a reply