রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো মনোলগ ’একটি সূতার জবানবন্দী’

|

২০১৩ সালের আজকের এই দিনের কথা কারও মনে থাকুক বা থাকুক, দেশের ইতিহাসে দিনটি লেখা থাকবে কালো অধ্যায় হিসেবে। সেদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় সেখানে থাকা গার্মেন্টসের ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হন।

আর তাইতো রানা প্লাজার সেই দিনকে স্বরণে রেখে আজ দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো কামার আহমাদ সাইমনের ‘একটি সূতার জবানবন্দি’।

অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নির্মাতা সাইমন। মানুষের গতিময় জীবন অনেক কষ্টকেই পত্রিকার পাতা ওলটানোর মতো ভুলিয়ে দেয়। তারপরও কিছু ঘটনায় জিজ্ঞাসা থেকে যায়, বহুদিন তাড়া করে বেড়ায়। তাজরীনের ঘটনা থেকেই সেই তাড়না অনুভব করছিলেন সাইমন।

রানা প্লাজা ট্র্যাজেডির পর আর বসে থাকতে পারেননি, ২০১৫ সালে নির্মাণ করেন ’একটি সূতার জবানবন্দী’–(টেস্টিমনি অব আ থ্রেড)।

নির্মাতার ভাষ্যে, একজন নাগরিকের দায় থেকেই বানিয়েছি ছবিটি। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পর ’একটি সুতার জবানবন্দী’ উন্মুক্ত হলো সব দর্শকদের জন্য। ২৪ এপ্রিল এটি মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। বিনা খরচে ’একটি সুতার জবানবন্দী’ ওটিটিতে দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ মোবাইল বা পিসিতে অ্যাপ ইনস্টল করলেই দর্শকরা এটি দেখতে পারবেন।

রানা প্লাজা নিয়ে একটা ফিচার ছবি বানানোর ইচ্ছা ছিল, কামার আহমাদ সাইমনের। তার রিসার্চ ম্যাটারিয়াল থেকেই এই বানানো ‘একটি সূতার জবানবন্দী’।

আকিরা কুরোসাওয়ার ’রাশোমন’–এর অনুপ্রেরণায়, ’একটি সূতার জবানবন্দী’ ৫২ মিনিটের একটি কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পিছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টায় একটি মনোলগ কোলাজ।

জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী নির্মাতা কামার আহমাদ সাইমন ‘একটি সূতার জবানবন্দী’ স্ক্রিপ্টের জন্য ২০১৩ সালে পেয়েছিলেন ‘দ্য এশিয়ান পিচ’ পুরস্কার। ২০১৫ সালে নির্মাণের পর এর প্রথম প্রদর্শনী হয় ২০১৬ সালে।

‘একটি সূতার জবানবন্দী’র মাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডি এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গীতে দেখার চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন পোশাকশিল্প নেত্রী নাজমা আক্তার, বিজিএমইএ–এর সাবেক সভাপতি রুবানা হক, চিত্রশিল্পী দিলারা বেগম জলি, অর্থনীতিবিদ ও অধ্যাপক এম এম আকাশ।

’একটি সূতার জবানবন্দী’ ২০১৩ সালে পায় এশিয়ান পিচ পুরষ্কার। কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালিত ’মনোলগ কোলাজটি’ প্রযোজনা করেছেন সারা আফরীন। প্রযোজা প্রতিষ্ঠান সূচনা প্রযোজিত ছবিটি যৌথ প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন- জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply