বিরাট কোহলির রেকর্ড গড়ার রাতে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ১১ রানে হারিয়েছে তারা। এবারের আসরে ঘরের মাঠে এটিই বেঙ্গালুরুর প্রথম জয়।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৫ উইকেটে ২০৫ রান। ফিল সল্ট ও কোহলির উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। দ্বিতীয় উইকেটে দেবদূত পাডিক্কালকে নিয়ে কোহলি গড়েন আরও ৯৫ রানের জুটি।
ফিফটি করেন দুজনই– পাডিক্কাল করেন ২৭ বলে ৫০, কোহলি ৪২ বলে ৭০। পঞ্চাশ ছুঁয়ে কোহলি গড়েন নতুন এক রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৫০+ ইনিংস এখন কোহলির (৬২টি)। তালিকায় পরের দিকে বাবর আজম (৬১), ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫) ও জস বাটলার (৫২)।
রান তাড়ায় যশস্বী জয়সোয়ালের তাণ্ডবে দারুণ শুরু হয় রাজস্থানেরও। জয়সোয়াল ১৯ বলে ৪৯ রান করে ফেরার পর ধ্রুব জুরেল দলের জয়ের আশা টিকিয়ে রাখেন। তবে এই ব্যাটার ৩৪ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরলে আশার প্রদীপ নিভে যায় দলটির।
শেষ ১২ বলে ৫ উইকেট হাতে রেখে ১৮ রান দরকার থাকলেও রাজস্থান সেটি তুলতে পারেনি। বেঙ্গালুরুর হয়ে জস হ্যাজলউড তুলে নেন ৪টি উইকেট এবং ক্রুনাল পান্ডিয়া ঝুলিতে পোরেন ২টি।
/এএম
Leave a reply