সপ্তাহজুড়ে মুদ্রা বিনিময়: স্থিতিশীল মার্কিন ডলার-রুপি, বেড়েছে পাউন্ডের দর

|

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। সবশেষ সপ্তাহজুড়ে যেমন কিছু মুদ্রা স্থিতিশীল ছিল, আবার দামে উত্তরণ-অবনমনও হয়েছে অনেক মুদ্রায়। মার্কিন ডলার স্থিতিশীল থাকলেও বেড়েছে অন্যান্য দেশের ডলারের দাম। স্থিতিশীল রয়েছে ভারতীয় রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত ও সৌদি রিয়াল।

এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে মার্কিন ডলার সর্বোচ্চ ১২২ টাকায় অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৬ টাকা ২ পয়সায়। আর সর্বনিম্ন দর ছিলো রোববার। লেনদেন হয় ১৬৪ টাকা ৬৮ পয়সায়।

পরিবর্তন ছিল ইউরোর দরে। মঙ্গলবার ইউরো সর্বোচ্চ ১৪২ টাকা ৮৬ পয়সায় এবং বুধবার সর্বনিম্ন ১৪০ টাকা ৯৬ পয়সায় বিনিময় হয়।

সামান্য বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দর। মঙ্গলবার সর্বোচ্চ দর ছিলো ৭৮ টাকা ৪৮ পয়সা। রোববার সর্বনিম্ন ছিল ৭৭ টাকা ৮০ পয়সা। ২৭ টাকায় অপরিবর্তিত রয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর।

মূল্য বেড়েছে সিঙ্গাপুরি ডলারেরও। সোমবার সর্বোচ্চ ৯৪ টাকা ৩ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। বুধবার সর্বনিম্ন দর ছিল ৯৪ টাকা ৪০ পয়সা।

তবে সপ্তাহ জুড়েই সৌদি রিয়াল ৩২ টাকার মধ্যই লেনদেন হয়েছে। বেড়েছে কানাডিয়ান ডলারের দামও। রোববার সর্বোচ্চ লেনদেন হয় ৮৮ টাকা দরে। আর সপ্তাহ জুড়ে স্থিতিশীল ছিলো ভারতীয় রুপির দর।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply