গানে আর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে সনজিদা খাতুনকে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনে সনজিদা খাতুন স্মরণ অনুষ্ঠানে যোগ দেন তাঁর স্বজন, শিক্ষার্থী ও ভক্তরা।
আজীবন গানের সাধক সনজীদা খাতুনের স্মরণ অনুষ্ঠানে তার শিক্ষার্থীদের সুরের ঝংকার ছড়িয়ে পড়ে মিলনায়তনে। পিনতপন নীরবতায় সেই গানের সুরে মুগ্ধ হন দর্শকরা। ব্যক্তিজীবন, সংসার জীবন সব তুচ্ছ করে সনজীদা খাতুন হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের প্রিয় সনজিদা আপা।
আজীবন গান শেখানোর পাশাপাশি সকলের কাছে তুলে ধরেছেন সংগীতের মাহাত্ম্য। স্মরণ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার দেখানো পথে হাঁটার প্রত্যায় ব্যক্ত করেন দেশের সংস্কৃতি প্রেমিরা।
/এএস
Leave a reply