ভারতের জম্মু কাশ্মিরে ২৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যখন মুখোমুখি দিল্লি ও ইসলামাবাদ, এমন সময় মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে ইরান। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দুই দেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন।
এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ভারত ও পাকিস্তানের ভাতৃপ্রতিম প্রতিবেশী। ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে এই দুই দেশের সঙ্গে। অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতোই আমরা তাদের গুরুত্বের শীর্ষে রাখি। তেহরান তাদের দিল্লি ও ইসলামাবাদের অফিসে আলোচনার জন্য প্রস্তাব দিচ্ছে।
এ ব্যাপারে কূটনীতিকভাবে এগিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কের সঙ্গে। বিষয়টি জয়শঙ্কর নিজেই তার টুইটারে জানান।
এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেন জানায়, প্রিন্স ফয়সাল পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোন করেছিলেন। এসময় পাকিস্তান পহেলগামের ঘটনা সংক্ষেপে তুলে ধরেন। তিনি ভারতের তোলা অভিযোগ অস্বীকারও করেন।
এদিকে পহেলগামের সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে তদন্তকারী দলকে সহায়তা করতেও প্রস্তুত আছে দেশটি।
/এটিএম
Leave a reply