ঝিনাইদহের দেবদুলাল বাঁচতে চান, প্রয়োজন সবার সহযোগিতা

|

ঝিনাইদহের দেবদুলাল দেবনাথ (সুমন) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন। ২০১৮ সালে তার দুটি কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার কিডনি ফাউন্ডেশনে অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন শিক্ষার্থী (৩৩তম ব্যাচ, ২০০৫-২০০৬ সেশন) ও ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তার বাড়ি ঝিনাইদহ শহরের ৮নং ওয়ার্ডের চাকলাপাড়ায় (খোর্দ্দ ঝিনাইদহ)।

ডায়ালাইসিস ও নিয়মিত চিকিৎসা বাবদ ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। জরুরি ভিত্তিতে তার ABO ইনকম্প্যাটিবল পদ্ধতিতে কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন, যার ব্যয় প্রায় ৩০ লক্ষ টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দেবদুলাল সবার সহযোগিতায় বাঁচতে চান। অর্থের অভাবে অপারেশন বিলম্বিত হচ্ছে এবং তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।

যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন।

সহায়তা প্রদানের জন্য:

বিকাশ / নগদ (পার্সোনাল): ০১৯৩৭১৬২০৩৬ (দেবদুলাল দেবনাথ সুমন)

ব্যাংক অ্যাকাউন্ট (Dutch-Bangla Bank Ltd, Jhenaidah Branch):
Account Name: Deb Dulal Deb Nath (Sumon)
Account No.: 2281580029604
Routing No.: 090440641

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply