সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
আন্দোলনকারীরা বলেন, পিএসসিতে যাওয়ার ঘটনা নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে। যা বিভ্রান্তির সৃষ্টি করবে। এই আন্দোলন যৌক্তিক সংস্কারের জন্য ছিল, পরীক্ষা পেছানোর জন্য নয়। আন্দোলন সরকার বা পিএসসির বিপক্ষে নয়। তবে পিএসসিতে এখনও আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে।
আন্দোলনে থাকা ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংহতি রয়েছে। পিএসসি থেকে আওয়ামী লীগের দোষরদের বরখাস্ত করার দাবি জানাচ্ছি।
/আরএইচ
Leave a reply