সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে ৪১৪ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।
এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।
একইদিন হজযাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাসের আরও দুটি ফ্লাইট জেদ্দা এবং মদিনায় পৌঁছায়।
/এমএইচ
Leave a reply