কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :

কলকাতার বড়বাজারের মেছুয়ার এক আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জনের মৃত্যু হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বড় বাজারের মদনমোহন রোডে অবস্থিত ‘ঋতুরাজ’ নামক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কে আবাসিক হোটেলে থেকে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম আনন্দ পাসোয়ান।

আগুন নেভানোর পর হোটেলের রুম থেকে আরও ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে সবার মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃতদের মধ্যে ২ জন শিশু, একজন নারী এবং ১১ জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ‘ঋতুরাজ’ হোটেলের মালিক।

আগুন আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই তখন হোটেলের ছাঁদে উঠে যান। কেউবা ব্যালকনির কার্নিশে চলে আসেন। খবর পেয়ে উদ্ধারকাজে নিয়ে আস হাইড্রোলিক ল্যাডার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা। এরপর ভোর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। একে একে অগ্নিদগ্ধ অবস্থায় ও স্মোক অ্যাটাকে আহত অবস্থায় প্রায় ২৫ জনকে উদ্ধার করা হয়।

হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। এদিকেম আগুনের খবর পেয়ে রাতের দিকে ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য স্পেশাল টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে কলকাতা শহরের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

/এএইচএম/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply