ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। বুধবার (৩০ এপ্রিল) রাত ১২ টায় উঠে যাবে মার্চের ১ তারিখ থেকে শুরু হওয়া দুই মাসের নিষেধাজ্ঞা।
জাটকা সংরক্ষণে পদ্মা, মেঘনাসহ ইলিশের অভয়াশ্রমগুলোতে নিষেধাজ্ঞা কার্যকরে এ দু’মাসে জেলেদের নিয়ে সভা, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালায় প্রশাসন। এছাড়া এ সময় নদীতে নিয়মিত অভিযান চালানো হয় বলেও জানান মৎস্য বিভাগের কর্মকর্তারা।
অপরদিকে, নিষেধাজ্ঞা চলাকালে তালিকাভুক্ত জেলেদের দেয়া হয় খাদ্য সহায়তা। সেইসাথে অন্যান্য সহযোগিতা মেলে স্থানীয় প্রশাসন থেকেও।
এখন শেষ সময়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। গত দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে বলে আশা জেলেদের।
/এএইচএম
Leave a reply