আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেয়া হবে না: সারজিস আলম

|

ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করতে হবে। দলটিকে বাংলাদেশে আর রাজিনীতি করার সুযোগ দেয়া হবে না।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বগুরা শহরের এডওয়ার্ড পৌর পার্কে আওয়ামী লীগ বিরোধী এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্টের আমলে বগুড়া জেলা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। এই জেলা থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বেগবান করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর সাথে তর্কে জড়ায় এনসিপি নেতাকর্মীরা। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীদের মারধর করে এনসিপির নেতাকর্মীরা। পরে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এনসিপির নেতাকর্মীরা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply