হানিয়া আমির, মাহিরা খানসহ বহু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত

|

ফাইল ছবি

হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর এবং সানাম সাঈদসহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (১ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় বিষয়টি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এমন তারকাদের মধ্যে আরও আছেন বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলি। তবে ফাওয়াদ খান এবং ওয়াহাজ আলীর প্রোফাইল এখনও এই নিষেধাজ্ঞার আওতায় আসেনি।

শুধু ব্যক্তি অ্যাকাউন্টই নয়, উসকানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগ এনে ভারতীয় কর্তৃপক্ষ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। এর মধ্যে আছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়া হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে।

অপরদিকে, এই পদক্ষেপকে পাকিস্তান-ভারত সম্পর্কের অবনতির আরেকটি লক্ষণ হিসেবে দেখছেন নেটিজেনরা। অনেকেই আবার একে ভারতের বৃহত্তর কূটনৈতিক প্রতিশোধের অংশ হিসেবেও দেখছেন।

এর আগে, শুরু থেকেই পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে নয়াদিল্লি। যদিও তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ।

সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক কর্মীদের ছাঁটাই, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের পর এবার তারকাদের শায়েস্তা করতেও বদ্ধপরিকর ভারত সরকার।

যদিও এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার, শিখ তীর্থযাত্রীদের বাদ দিয়ে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেইসাথে পেহেলগাম হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বানও জানিয়েছে পাকিস্তান সরকার।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply