ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

|

ইলিশসহ সব ধরনের মাছ ধরায় দুইমাস নিষেধাজ্ঞার পর গতকাল বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত ভোলায় মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরতে জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নেমেছেন জেলেরা।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলারা। এতে হতাশা নিয়ে তীরে ফিরছেন তারা। এদিকে, ইলিশের দেখা না মিলায় জেলার মৎস্য ঘাটগুলোও জমে উঠেনি। আড়ৎ খুলে বসে থাকলেও কিনতে পারছেন না ইলিশ।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে বুক ভরা আশা নিয়ে নদীতে নামলেও হতাশা হয়ে ফিরেছেন তারা। নিষেধাজ্ঞার সময়ের ধার-দেনা করে চলতে হয়েছে তাদের। সেই ঋণ পরিশোধ নিয়েও চিন্তিত তারা।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এই সময়ের মধ্যে ওই এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply