মাগুরা করেসপনডেন্ট:
মাগুরার মোহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহতের হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) এসব দুর্ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেথুড়ি গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অবৈধ মাটি বহনকারী ট্র্যাক্টর এর চাপায় মারাত্মক আহত হয় শিশু আবিদ (১১)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের ওবায়দুর শেখের পুত্র। দ্রুত তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সকাল ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝাই নছিমন চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক তছলিম মোল্লা (৫৫)। এ সময় নসিমন চালক মনিরুল ইসলাম (৪৫) রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। নছিমন ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল মারা যায়।
নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। অপর নিহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী। তিনি বলেন, শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
/এএস
Leave a reply