গাজীপুরে ‘মাল্টি পয়েন্ট বিডি’ নামক একটি প্রতিষ্ঠানের ভল্ট থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৯৮ লাখ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা জনায় পিবিআই।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুর রহমান রাজন (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. উজ্জল (৩৬) ও মো. মিরাজ (২৫).
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে বাসন থানার আউটপাড়া এলাকার মাল্টিপয়েন্ট বিডি নামক প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা কয়েকজন প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় তারা অবৈধ কার্যকলাপ করা হয় জানিয়ে অস্ত্র দিয়ে কর্মচারীদের ভয়-ভীতি দেখানো ও মারধর করে। একপর্যায়ে তারা অফিসের ভল্টে থাকা নগদ আটানব্বই লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে মামলা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্তে নেমে প্রথমে মো. রাজনকে ঢাকার ফকিরাপুল থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর রবিউল ইসলাম ও উজ্জল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় উজ্জলের কাছ থেকে আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, অপর আসামি মিরাজের দেয়া তথ্যে তার স্ত্রীর বড় ভাই রাহাতের বাসায় থেকে সতের লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।
/আরএইচ
Leave a reply