ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি: আলী রীয়াজ

|

ফাইল ছবি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয়। মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি, যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে।

শনিবার (৩ মে) সকালে সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে ১২ দলীয় জোট। এসময় আলী রীয়াজ এ কথা বলেন।

রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে; তেমনি ছাড় দেয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐকমত্য সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় ১২ দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সংস্কার প্রস্তাবের ১১২টিতে একমত তারা; আপত্তি আছে ২৬টি সুপারিশে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply