চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ইতোমধ্যে আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আর সহ-অধিনায়ক হিসেবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের যারা দলে ছিলেন, তাদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ইনজুরির কারণে স্কোয়াডে ডাক পাননি পেসার তাসকিন আহমেদ।
আগামী ২১ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লিটনের দল। সিরিজটি অনুষ্ঠিত হবে শারজাহতে।
এরপর ২৫ মে টাইগাররা উড়াল দেবে পাকিস্তানে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
/এএম
Leave a reply