বিমানবন্দরে হামলার পেছনে ইরানকে দায়ী করে প্রতিশোধের হুমকি নেতানিয়াহুর

|

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর। এই হামলার পরপরই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধুমাত্র হুতিদেরই নয়, তাদের মদদদাতা ইরানকেও দায়ী করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই হামলার জন্য উভয় পক্ষকে কঠোর মূল্য দিতে হবে। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৪ মে) সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে।

এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা বেন গুরিওন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই হামলার পেছনে হুথিদের সঙ্গে ইরানও রয়েছে। আমরা কেবল হুথিদের নয়, তাদের মদদদাতা ইরানকেও জবাব দেব।’ 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা চলছে।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply