আগামী শুক্রবার (৯ মে) আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। এদিন বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক প্লাটফর্মটির আত্মপ্রকাশ ঘটবে।
জুলাই অভ্যুত্থানের নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্ব আসতে যাচ্ছে আপ বাংলাদেশ। আলী আহসান জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির (জানাক) যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদেও ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে তারা জানাক থেকে পদত্যাগ করেন। তার মধ্যে এনসিপির সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তার মধ্যে দুইজনই সংগঠনটি থেকে সরে দাঁড়ালে বেশ আলোচনায় আসেন।
আজ সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেন আলী আহসান জুনায়েদ।
তিনি ফেসবুক পোস্টে লিখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্লাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের পরামর্শ, দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
প্রসঙ্গত, জানাক থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নয়া প্ল্যাটফর্মটির নামও প্রকাশ্যে আসে। এবার আত্মপ্রকাশের দিনক্ষণ জানানো হলো।
/এমএন
Leave a reply