পাকিস্তান সফর শেষে ভারতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

|

পাকিস্তানে শীর্ষ পর্যায়ে বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার (৮ মে) ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায়, উভয় দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

ইসলামাবাদে সফরকালে আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ইরানের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনে ‘সদিচ্ছার প্রচেষ্টা’ অব্যাহত রাখার ঘোষণা দেন।

ইরানি কূটনীতিক জানান, ভারত-পাকিস্তান সংকট নিরসনে ‘ইরান প্রস্তুত তার শুভ উদ্যোগ কাজে লাগাতে’।  সোমবার তিনি ইসলামাবাদে সরকারি সফরে ছিলেন।

ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে উষ্ণ সম্পর্ক রয়েছে, যদিও একইসঙ্গে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে, যা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বৈরিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply