ভারত হামলা বন্ধ করলে আমরাও করবো: পাক প্রতিরক্ষামন্ত্রী

|

ভারত হামলা বন্ধ করলে পাল্টা হামলা বন্ধ করা হবে বলে জানিয়ছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (৬ মে) ভারতের হামলার প্রতিক্রিয়ায় ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খাজা আসিফ বলেন, ভারত হামলা শুরু করেছে। তারা যদি পিছু হটতে প্রস্তুত থাকে তো আমরাও হামলা বন্ধ করবো।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সবসময়ই বলে আসছি ভারতে হামলা চালাবো না। তবে যদি আক্রান্ত হই তো পাল্টা হামলা চালাবো। ভারত যদি পিছু হটে তো নিশ্চিতভাবে আমরা এই উত্তজনা বন্ধ করবো।

দুই দেশের মাঝে উত্তজনা বন্ধে কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলে জানান।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক স্থানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর দুই দেশের পক্ষ থেকেই হামলার খবর নিশ্চিত করা হয়। ভারতের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধেই তারা এই হামলা চালিয়েছে।

/এটিএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply