পাবনায় ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

|

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার চরতারাপুরে স্ত্রীকে মারপিট করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে মারপিট করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করায় ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাই আব্দুল ওহাবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ছোট ভাই ও তার স্ত্রীতে আটক করে পুলিশে দিয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply