বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার (৭ মে) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আলাদাভাবে প্রতিটি ঘটনা নিরীক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের নাগরিককে আমরা গ্রহণ করবো। তবে এটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে করতে হবে। কিন্তু ভারতের এভাবে পুশ ইন করা সঠিক নয়।
তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক প্রচেষ্টায় ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে এমনটা প্রত্যাশা করে বাংলাদেশ।
আরও পড়ুন:- কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ
আজ বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গা এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে।
আরও পড়ুন:- খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ
/আরএইচ
Leave a reply