আ. লীগকে পুনর্বাসনের জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার: রাশেদ

|

ফাইল ছবি

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তীকালীন সরকার এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান৷

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে এমন অভিযোগ করেন তিনি৷

তিনি বলেন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সবুজ সংকেত ছাড়া একজন হত্যা মামলার আসামি বিমানবন্দর দিয়ে দেশ ছাড়তে পারে না৷ এর দায় নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে গণ অধিকার পরিষদ৷

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমূখে যাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা৷ বিক্ষোভ মিছিলটি সচিবালয়ে সামনের সড়কটির মুখে আটকে দেয় পুলিশ৷ পরে রাশেদ খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দিয়ে স্মারকলিপি দেয় দলটি৷

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply