নিজ দেশের সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ বন্ধ করলো ভারত সরকার

|

মোদি সরকার তার দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের ওয়েবসাইট ব্লক করেছে। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন-২০০০–এর অধীনে ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারাদেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে। এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে নানা কথা বললেও তারা জানতে পেরেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশক্রমে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারত সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘দ্য ওয়্যার’। তারা এটিকে ভারতের সংকটময় সময়ে ‘প্রকাশ্য সেন্সরশিপ’ বলে উল্লেখ করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বস্তুনিষ্ঠ, সত্য, সুষ্ঠু সংবাদ ও তথ্য সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই সংকটময় সময়েও আমাদের বিরুদ্ধ সরকারের এমন পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দ্য ওয়্যার’ সরকারের এই স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ১০ বছর ধরে দ্য ওয়্যার তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য পাঠকদের সমর্থনের ওপর নির্ভর করেছে। প্রতিষ্ঠানটির আশা, তাদের এমন সময়ে পাঠকেরা সঙ্গে থাকবেন।

সত্য ও নির্ভুল সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে দ্য ওয়্যার তাদের অবস্থান তুলে ধরে বলেছে, এই অবস্থান থেকে তাদের নিবৃত্ত করা যাবে না। সত্যের জয় অবশ্যম্ভাবী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply