সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মকছেদ হাজী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভোগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মকছেদ একই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গ্রাম থেকে বেশ খানিকটা দূরে বৃদ্ধ মকছেদ হাজী তার পুকুরে মোটর দিয়ে পানি দিতে যান।সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাঁশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। সেখানে মোটরের সুইচ স্থাপন করা ছিল। হঠাৎ ঝুলে থাকা তার মকছেদের শরীরে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
/এএস
Leave a reply