নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিনজন।
শনিবার (১০ মে) রাতে, উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা, জানান, উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা চলছিল। সভার শেষভাগে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের অনুসারীদের।
এরইজেরে বেধে যায় সংঘর্ষ। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধরা হলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
/এটিএম
Leave a reply