কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান

|

ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সাহসী প্রতিরোধ ‘অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপনে আজ (রোববার) সারাদেশে শোকরিয়া দিবস পালন করছে দেশটির জনগণ। রোববার (১১ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

ইসলামাবাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতাকে সম্মান জানানো এবং জাতির ঐক্য ও দৃঢ় মনোবলকে প্রশংসা করতেই এই দিবস পালন করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ও কার্যকর জবাব ছিল, যেখানে পাকিস্তান প্রতিটি স্তরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।  তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি আমাদের সাফল্য ও সম্মান দান করেছেন।

তিনি বলেন, শত্রুর উসকানিমূলক আচরণ সত্ত্বেও পাকিস্তান সর্বোচ্চ সংযম ও পূর্ণ প্রস্তুতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply