ছবি: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাভাবিক হতে শুরু করেছে বাজার

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। আর যুদ্ধ থেমে যাওয়ায় অনেকটা সস্তিতে দুই দেশের জনগণ। বিশেষকরে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের লোকজনের মধ্যে ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। সেই সাথে খুলতে শুরু করেছে বাজার। চলুন ছবিতে এক নজরে দেখে নেয়া যাক:

রোববার সকালে ভারত-শাসিত কাশ্মিরের শ্রীনগরে একজন নারী ও তার কন্যা বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: আজ জাজিরা।
বাজার খোলার পর দোকানে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতা।
যুদ্ধবিরতির কারণে দোকান খুলে মালপত্র ঠিকঠাক করছেন বিক্রেতা। ছবি: আল জাজিরা।

বাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত থাকলেও, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরার লক্ষণ দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন যে পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply