আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা সীমান্তে পৃথক অভিযানে ৪ কোটি ১০ লাখ টাকার ভারতীয় মাদক, পোশাক সামগ্রী ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি।
রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। এ সময় মো. কবির হোসেন (৪০) নামে কুমিল্লার এক চোরাকারবারিকে আটক করা হয় বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।
লে. কর্নেল জিয়াউর রহমান জানান, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা, শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, ফেন্সিডিল, আতশবাজি, মোবাইল ডিসপ্লে এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকা বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
/এএইচএম
Leave a reply