এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে এমন দাবি তোলা হয়।
এ লক্ষ্যে আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কলম বিরতির কর্মসূচি দেয়া হয়।
বক্তারা জানান, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করা হলেও সেখানে কর্মকর্তা-কর্মচারিদের স্বার্থ সুরক্ষিত হয়নি। সেইসাথে দুই বিভাগের শীর্ষ পদে কোন ক্যাডারের কর্মকর্তা নিযুক্ত হবেন তাও সুনির্দিষ্ট করা হয়নি। এর ফলে রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা বঞ্চিত হবেন বলে উদ্বেগ প্রকাশ করেন ঐক্য পরিষদের নেতারা।
অপরদিকে, অবস্থান কর্মসূচিতে রাজস্ব সংস্কার কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেইসাথে রিপোর্টটির সুপারিশ বাস্তবায়ন করার দাবিও জানান তারা। এ সময়, বড় সংখ্যক কর্মকর্তাদের বঞ্চিত করে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে না বলেও উল্লেখ করেন বক্তারা।
/এএইচএম
Leave a reply